মোঃ আব্দুস সালাম , নাটোর প্রতিনিধি
সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা এর, নেতৃত্বে গত বৃহস্পতিবার সাড়ে ৬ টায় নাটোর জেলার লালপুর উপজেলার দূর্গাপুর আখ সেন্টারের পাশের্^ থেকে (ক) ০৬ (ছয়) বিভিন্ন রঙের ছোট-বড় প্লাষ্টিকের জারিকেনে ২১৫ লিটার নর্থ বেঙ্গল সুগার মিলের চোরাই ডিজেল সহ ৩ জনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন লালপুর থানার শালেশ^র গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেরে মোঃ মনোয়ার হোসেন (ড্রাইভার) (৩৮), মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ রানা হামিদ (হেলপার) (১৮) এবং আহম্মদপুর গ্রামের মৃত রিফাজ উদ্দিনের ছেলে মোঃ নাজমুল ইসলাম (৪০)।
উদ্ধারকৃত মালামাল হল ২ টি মোবাইল, ৩ টি সিম কার্ড, ১ টি মেমোরী কার্ড, ৬.৫ ফুট সাদা রঙের প্লাস্টিকের পাইপ, ০১ (এক) টি লাল রঙের নর্থ বেঙ্গল সুগার মিলের ট্রাক্টর (ব্যাটারী সংযুক্ত) যাহার ইঞ্জিন নং- ৪চ০৩৬ঞ, গধফব রহ টঝঝজ, ইঞ্জিনের উপরে যাচা-১৭ লেখা আছে।
কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা প্রেস কনফারেন্সের জানায় আসামীদের থানায় মামলার মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা এর, নেতৃত্বে গত বৃহস্পতিবার সাড়ে ৬ টায় নাটোর জেলার লালপুর উপজেলার দূর্গাপুর আখ সেন্টারের পাশের্^ থেকে (ক) ০৬ (ছয়) বিভিন্ন রঙের ছোট-বড় প্লাষ্টিকের জারিকেনে ২১৫ লিটার নর্থ বেঙ্গল সুগার মিলের চোরাই ডিজেল সহ ৩ জনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন লালপুর থানার শালেশ^র গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেরে মোঃ মনোয়ার হোসেন (ড্রাইভার) (৩৮), মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ রানা হামিদ (হেলপার) (১৮) এবং আহম্মদপুর গ্রামের মৃত রিফাজ উদ্দিনের ছেলে মোঃ নাজমুল ইসলাম (৪০)।
উদ্ধারকৃত মালামাল হল ২ টি মোবাইল, ৩ টি সিম কার্ড, ১ টি মেমোরী কার্ড, ৬.৫ ফুট সাদা রঙের প্লাস্টিকের পাইপ, ০১ (এক) টি লাল রঙের নর্থ বেঙ্গল সুগার মিলের ট্রাক্টর (ব্যাটারী সংযুক্ত) যাহার ইঞ্জিন নং- ৪চ০৩৬ঞ, গধফব রহ টঝঝজ, ইঞ্জিনের উপরে যাচা-১৭ লেখা আছে।
কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা প্রেস কনফারেন্সের জানায় আসামীদের থানায় মামলার মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
Comments