নাটোর র‌্যাব-৫ কতৃক মাতাল অবস্থায় ২২জন আটক


মোঃ আব্দুস সালাম , নাটোর  প্রতিনিধি
নাটোর সদর থানায় র‌্যাব-৫ অপারেশন  কোম্পানী কমান্ডার  এএসপি মোঃ মাসুদ রানার নেতৃত্বে একডালা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে গত বুধ সন্ধা সাড়ে ৯টার দিকে শুকনা গাঁজা ০৫ (পাঁচ) গ্রাম, (খ) বিভিন্ন রংয়ের গ্যাস লাইট ০৬ (ছয়)টি (গ) দেশীয় মদ ২৫০ (দুইশত পঞ্চশ) গ্রামসহ মাদক সেবনরত ও মাতাল অবস্থায় হাতেনাতে ২২জন মাদক সেবী আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি হলেন- নাটোর  সদর উপজেলার জেলার কানাইখালী চালপট্টির মৃত আলাউদ্দিরে ছেলে মোঃ মিঠু (৪৮), মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৪৫), উত্তর পঠুয়াপাড়ার মৃত সফির উদ্দিনের ছেলে মোঃ রওশান আলী (৬২),  মৃত আলতাফ হোসেনের ছেলে মোঃ আবু সাইদ (৬২), রামাইগাছির মৃত শাহজাহান দেওয়ানের ছেলে  মোঃ মোতালেব (৫৫), চর তেবাড়িয়ার মোঃ আঃ রাজ্জাকের ছেলে মোঃ রিয়াজ (৩৫), বারুঘাটের আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ হৃদয় (২২), নবীপাড়া নারায়নকান্দির মোঃ আঃ লতিফের ছেলে মোঃ বিপ্লব (২৫), বাগরোম আঃ সাত্তার সরকারের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৮), তেবাডিয়ার মৃত হাফিজুল জোয়ার্দ্দারের ছেলে মোঃ সামছের জোয়ার্দ্দার (৪৬), চন্দ্রকোলার মৃত ইছাহাক বিশ^াসের ছেলে মোঃ মামুন বিশ^াস (২৭), মোঃ বক্কর প্রামানিকের ছেলে মোঃ বাবু প্রমানিক(৩২), লোচনগড়ের মোঃ আবেদ আলীর ছেলে মোঃ ইউসুফ (৫০), আগদিঘার মৃত কালু মন্ডলের ছেলে মোঃ চান্দের মন্ডল (৪০), পশ্চিম হাগুরিয়ার মোঃ মজনু মোল্লার ছেলে মোঃ রাব্বানী মোল্লা (২৪), তেগাছির মৃত এরাজ উদ্দিন শেখের ছেলে মোঃ শরিফুল ইসলাম(৩৮), হাইস্কুল গাংগুলিয়ার মোঃ সামাদের ছেলে মোঃ আজিজুল (২২), চৌধুরী বড়গাছার মৃত হোসেন আলীর ছেলে মোঃ ইমতাজ (৪৮), কালুর মোড়ের মৃত নারায়নচন্দ্র দাসের ছেলে বিপ্লব কুমার দাস (৩৮), সিংড়া উপজেলার বড় শাওলের আঃ কাদেরের ছেলে মোঃ শামীম (২০), মাঝগ্রাম গোপালপুরের মোঃ আছের উদ্দিনের ছেলে মোঃ নাহিদ (২৩), বাগাতিপাড়া উটজেলার সোনাপাতিল গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে মোঃ তোফাজ্জেল হোসেন (৫৬)।
জব্দকৃত আলামত বিক্রয়ের উদ্দেশ্যে  নিজ হেফাজতে রেখে ছিল বলে সাক্ষীদের  সন্মুখে স্বীকার করেন।
কোম্পানী কমান্ডার  এএসপি মোঃ মাসুদ রানা জানান- আসামীকে নাটোর সদর থানায় মাদক মামলায় জেল- হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments