Sponsored ads go below

Monday, February 22, 2021

বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মহান শহীদ দিবস উদযাপন

মোঃ আব্দুস সালাম , বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, নীরবতা পালন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। রোববার সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা সুজন সভাপতি খাদেমুল ইসলাম, বড়াইগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক হীরা ও বড়াইগ্রাম সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ নেকবর হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী (আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম (ভোরের ডাক), প্রচার সম্পাদক মতিউর রহমান সুমন (বাংলাদেশের খবর), দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল মন্ডল (ঢাকা টাইমস), প্রকাশনা সম্পাদক মন্তাজুর রহমান রানা (নয়াদিগন্ত), সাংস্কৃতিক সম্পাদক বোরহান উদ্দিন (আমার সংবাদ), ধর্ম সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক সোহেল সরকার, সাংবাদিক ওয়াকিল আহমেদ ও যুগান্তর স্বজন সদস্য রাকিবুল ইসলাম রাজনসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মাওলানা মোঃ রহমতুল্লাহ ভাষা শহীদসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন। এর আগে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

No comments: