Sponsored ads go below

Tuesday, February 23, 2021

নাটোর র‌্যাব-৫ কর্তৃক ১৫০ পিস ইয়াবা সহ আটক ১

মোঃ আব্দুস সালাম , নাটোর  প্রতিনিধি
নাটোর সদর থানার বনবেলঘরিয়া বাজারের তিনরাস্তার মোড়ে র‌্যাবের কোম্পানী কমান্ডার  এএসপি মোঃ মাসুদ রানার নেতৃত্বে অভিযান চালিয়ে সন্ধা সাড়ে ৯টার দিকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট,০২টি সিম কার্ড সহ এক জনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যাক্তি হলেন- নাটোর জেলার নরডাঙ্গা থানার আঁচড়াখালী গ্রামের মোঃ কফিল উদ্দিনের ছেলে মোঃ আফাজ উদ্দিন (২৮)। ব্যবসায়ী  আফাজ উদ্দিন জব্দকৃত আলামত ইয়াবা ট্যাবলেট  বিক্রয়ের উদ্দেশ্যে  নিজ হেফাজতে রেখে ছিল বলে সাক্ষীদের  সন্মুখে স্বীকার করেন।
কোম্পানী কমান্ডার  এএসপি মোঃ মাসুদ রানা জানান- আসামীকে নাটোর সদর থানায় মাদক মামলায় জেল- হাজতে প্রেরণ করা হয়েছে।

No comments: