র‌্যাব-৫ কর্তৃক দেশী মদ ও পালসার গাড়ী সহ ২ মাদক ব্যবসায়ী আটক

মোঃ আব্দুস সালাম , নাটোর জেলা
নাটোর ক্যাম্পের অপারেশন দলের কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানার নেতৃত্বে  রাজশাহী জেলার চারঘাট উপজেলার বরকতপুর গ্রামের চৈতন সরদারের বাড়ীর পার্শ্বের কাঁচা রাস্তা থেকে দেশী মদ, মোবাইল ফোন, সিম কার্ড, মেমোরি কার্ড ও পালসার মোটরসাইকেল সহ গত মঙ্গলবার সন্ধায় ২ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- নাটোর সদর উপজেলার দিঘাপতিয়ার শ্রী ইন্দ্রোজিৎ এর ছেলে শ্রী তুষার সিং (২২) এবং মল্লিকহাটি ঘোষপাড়ার মোঃ রেজাউল করিমের ছেলে মোঃ রাতুর খান (২৮)। জব্দকৃত সকল সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
র‌্যাবের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপতিতে বলা হয় এ ব্যপারে আটককৃতদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মামলার মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Comments