বড়াইগ্রামে বাক প্রতিবন্ধী গৃহবধু ১০ দিন থেকে নিখোঁজ


মোঃ আব্দুস সালাম ,নাটোর
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জান্নাতুল খাতুন (২৩) নামের এক বাক প্রতিবন্ধী গৃহবধু ১০ দিন যাবত স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন। জান্নাতুল উপজেলার নারায়নপুর গ্রামের সহিদুল ইসলামের স্ত্রী ও পার্শ্ববর্তী মুলাডুলি ইউনিয়নের রহিমপুর গ্রামের হাসেন ফকিরের মেয়ে।
মঙ্গলবার জান্নাতুলের প্রতিবেশী ও স্বজনেরা জানিয়েছেন, তিনি জন্ম থেকেই বাক প্রতিবন্ধী। তবে ইশারা-ইঙ্গিত ও অঙ্গ ভঙ্গির মাধ্যমে সহজেই মনের ভার প্রকাশ করতে পারেন। প্রায় ৮ মাস আগে তার বিয়ে হয়। তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার। তিনি ৭ ফেব্রুয়ারী ভোর ৫ টার দিকে নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে বাড়ির উঠানে যান। পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সে সময় তার পরনে ছিল হলুদ রংয়ের সালোয়ার-কামিজ ও লাল ওড়না। তার খোঁজ প্রাপ্তির জন্য ছবিযুক্ত পোষ্টার বিভিন্ন হাট-বাজারে বিলি, ঘরের ওয়ালে টাঙ্গানো এবং মাইকিং করা হয়েছে। তার কোনো খোঁজ পেলে ০১৭১৫-৬৪৯৬২০ মুঠো ফোনে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন স্বজনেরা। বড়াইগ্রাম থানার এস.আই মো. ছানোয়ার হোসেন জানান, এ ব্যাপারে নিখোঁজি গৃহবধুর ভাই মো. কামাল হোসেন থানায় জিডি করেছেন। তার খোঁজে পুলিশ তৎপর রয়েছেন। আমিও তার খোঁজে ওই এলাকার সম্ভাবনাময় স্থানে গিয়েছি।

Comments