মোঃ আব্দুস সালাম , নাটোর
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর মিলনায়তনে গত তিন বছরের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরেন পৌর মেয়র কে এম জাকির হোসেন। নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও পৌরবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আলোচনায় আরও অংশ গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী , জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বেনেডিক্ট গমেজ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল খায়ের, এনজিও ব্যাক্তিত্ব আলহাজ্ব আকবর আলি মৃধা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মা, মানবতার মা দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনাসহ জাতি-ধর্ম নির্বিশেষে সমগ্র মানবতার কল্যাণার্থে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোয়াজ্জেম হোসাইন।
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর মিলনায়তনে গত তিন বছরের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরেন পৌর মেয়র কে এম জাকির হোসেন। নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও পৌরবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আলোচনায় আরও অংশ গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী , জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বেনেডিক্ট গমেজ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল খায়ের, এনজিও ব্যাক্তিত্ব আলহাজ্ব আকবর আলি মৃধা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মা, মানবতার মা দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনাসহ জাতি-ধর্ম নির্বিশেষে সমগ্র মানবতার কল্যাণার্থে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোয়াজ্জেম হোসাইন।
Comments