আওয়ামীলীগ নেতা মরহুম মজলিস খান স্বরনে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

 আওয়ামীলীগ নেতা মরহুম মজলিস খান স্বরনে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

জাহিদল ইসলাম, আপডেট 20/02/2021, 7.00 পিএম


গাজীপুরের কাশিমপুর ইউনিয়নের সাবেক আওয়ামীলীগের সভাপতি মরহুম মজলিস খান স্বরনে চক্রবর্তী স্বীনক্বাফ পাবলিক স্কুলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মজলিস খান স্বরনে স্বীনক্বাফ পাবলিক স্কুলে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম. পি, বিশেষ অতিথি গাজীপুর সিটিকর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।অনুষ্টানে সভাপতিত্ব করেন আলহাজ্ব এম. এ হালিম। 

মাননীয় এম.পি আ. ক. ম মোজাম্মেল হক বলেন মজলিস খান ছিলেন ভদ্র ও বিনয়ী মানুষ, উনী যখন কথা বলতেন তখন মানুষ কে আপন মনে করতেন। মেয়র জাহাঙ্গীর আলম বলেন মজলিস খান ভালো মানুষ ছিলেন। তাছাড়া গাজীপুরের সাবেক ও বর্তমান ছাত্র নেতাগণ প্রাণবন্ত বক্তব্য দেন, অনুষ্টানে ছাত্র নেতার কন্ঠে ধ্বনিত হয় 

উদয়ের পথে শুনি কার বানী

ভয় নাই ওরে ভয় নাই

নিঃশেষে প্রাণ যে করিবে দান

 ক্ষয় নাই তার ক্ষয় নাই। 

আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। 

Comments