Sponsored ads go below

Wednesday, January 13, 2021

জয়পুরহাটে টিভিএস মোটরসাইকেল এর নতুন শো-রুম উদ্বোধন

জয়পুরহাটে টিভিএস মোটরসাইকেল এর নতুন শো-রুম উদ্বোধন

আবু রায়হান, জয়পুরহাটঃ

জয়পুরহাট সদর থানার পশ্চিম পার্শে টিভিএস অটো ডিলার মেসার্স রাবেয়া ট্রেডার্স- এর নতুন শো-রুম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) শো-রুমটির উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের হেড অব বিজনেস মি. মৃগেন ব্যানার্জী।

উদ্বোধনী অনুষ্ঠানে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের হেড অব সার্ভিস মি. সৌরভ বোস, হেড অব মার্কেটিং আশরাফুল হাসান, বগুড়া রিজিওনাল সেলস্ ম্যানেজার হাসান আলী, বগুড়া রিজিওনাল সার্ভিস ম্যানেজার লিকছন আলী, মেসার্স রাবেয়া ট্রেডার্সের সত্ত্বাধিকারী উজ্জ্বল হায়াত সহ বিভিন্ন কর্মকর্তা- কর্মচারিরা উপস্থিত ছিলেন। 

এ সময়ে জানানো হয়, নতুন এই শোরুমে টিভিএস ব্র্যান্ডের সকল মোটরসাইকেল, স্কুটিসহ খুচরা যন্ত্রাংশ পাওয়া যাবে এবং সার্ভিসিং করা হবে।


No comments: