জয়পুরহাটের পাঁচবিবিতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন মাতখুর গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পাঁচবিবি থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর দুপুরে উক্ত গৃহবধূ তার বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী রবিউল অস্ত্রের মূখে জিম্মি করে তাঁর বাড়িতে নিয়ে গিয়ে জোরপুর্বক ধর্ষণ করে বাড়ির পাশে ধান ক্ষেতে মূমুর্ষ অবস্থায় ফেলে দিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে গৃহবধূর স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করালে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, উপরোক্ত বিষয়ে থানায় একটি এজাহার দায়ের করলে অভিযুক্ত রবিউল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে।
Comments