করোনা ঝুঁকি থাকায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা ইউনিয়ন ভিত্তিক পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত
আবু রায়হান, জয়পুরহাটঃ
করোনা ভাইরাসের ঝুঁকি থাকায় জয়পুরহাটের আক্কেলপুরে সকল মুক্তিযোদ্ধাদের সম্মাননা ইউনিয়ন ভিত্তিক পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
আক্কেলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা কালীন স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ১৬ ডিসেম্বর ২০২০ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এ উপজেলার সকল মুক্তিযোদ্ধাকে ১৫ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত স্ব স্ব ইউনিয়ন ভিত্তিক সম্মাননা ক্রেস্ট ও উপহার সমাগ্রী পৌঁছে দিয়ে সংবর্ধীত করার লক্ষে আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ কে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার শুভ সুচনা করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান বলেন, প্রতিবছর এদিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হলেও বিশ্বব্যাপী করোনা ভাইরাসজনিত ঝুঁকি থাকায় এ বছর রাষ্টীয়ভাবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন না করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বছর আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে না পারার জন্য আন্তরিকভাবে দুংখ প্রকাশ করছি এবং মহান বিজয় দিবস - ২০২০ উদযাপন উপলক্ষে জাতির বীর সন্তানদের আত্ম ত্যাগের প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার পৌঁছে দিতে পেরে আনন্দ বোধ করছি।
Comments