জয়পুরহাটে অস্ত্র ও গুলিসহ ২ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সেবা কুমার দাস ও তার সহযোগী রাব্বী হাসান অভিকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক এম এম মোহাইমেনুর রশিদ এর নেতৃত্বে ৫ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪:৩০ ঘটিকার সময় বিশেষ অভিযান চালিয়ে জয়পুরহাট সদর থানাধীন স্টেশন রোড এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও একটি মোটর সাইকেলসহ জয়পুরহাট শহড়ের সাহেবপাড়া এলাকার স্বপন কুমার দাসের ছেলে শীর্ষ সন্ত্রাসী সেবা কুমার দাস (৩৪) ও তার সহযোগী জয়পুরহাট বুলুপাড়া এলাকার রাব্বী হাসান অভি (২৪) কে হাতেনাতে গ্রেফতার করেছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত ১নং আসামী দীর্ঘদিন যাবৎ অস্ত্রসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ, অপহরণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও অন্যান্য চাঞ্চল্যকর অপরাধমূলক কার্যক্রম করে আসছিল এবং তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতি, মাদক ও বালুমহল দখলসহ প্রায় ১০ টি মামলা রয়েছে।
Comments