জয়পুরহাট-নওগাঁ জেলা পুলিশের আয়োজনে অপরাধ ও মাদক দমন সভা অনুষ্ঠিত
আবু রায়হানঃ
আইন শৃঙ্খলা রক্ষার্থে জয়পুরহাট ও নওগাঁ জেলা পুলিশের আয়োজনে জয়পুরহাট -ধামইরহাট উপজেলার ভারত সীমান্তবর্তী থানার সমন্বয়ে ৪ ডিসেম্বর শুক্রবার মঙ্গলবাড়ি সিরাজিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অপরাধ ও মাদক দমন সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরীকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম, জয়পুরহাট সদর থানার ওসি এ.কে.এম আলমগীর জাহান, জাহানপুর ইউপি চেয়ারম্যান ওসমান আলী, ইসবপুর ইউপি চেয়ারম্যন ইমরুল কায়েস বাদল, ধলাহার ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, চকবরকত ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, মঙ্গলবাড়ি সিরাজিয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীন, জাহানপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বিশিষ্ট সমাজসেবক সাবেক ছাত্রলীগ নেতা সামছুল আলম সুমন সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি নওগাঁ পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরীকুল ইসলাম ও বিশেষ অতিথির জয়পুরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম মাদকের বিভিন্ন কুফল দিনদিন বেড়েই চলছে। এজন্য প্রত্যেকটি পরিবার থেকে তাদের সন্তানদের ধর্মীয় অনুশাসনে গড়ে তুলতে হবে। প্রত্যেক পরিবারকে মাদক প্রতিরোধে কঠোর হতে হবে। এজন্য পুলিশ আপনাদের পাশে থেকে সহযোগিতা করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি জয়পুরহাট থানার ওসি এ.কে.এম আলমগীর জাহান মাদক প্রতিরোধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, স্থানীয় মাদক ব্যবসায়ীদের বাড়ির সামনে আপনারা পুলিশের সহযোগিতায় তাদের ছবি টাঙ্গিয়ে দিবেন। তাহলে সেই মাদক ব্যবসায়ীদের সহজে চিনা যাবে। মাদকের ব্যবসার প্রবোনতা কমে যাবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও অপরাধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন আ'লীগ নেতা ও ইউপি সদস্য মতিউর রহমান মতি, ধামইরহাট উপজেলা বিএনপি নেতা মনোয়ার কাওসার বুলবুল, বিশিষ্ট ব্যবসায়ী আওয়াল কবির বাবুসহ শিক্ষানুরাগী, ব্যবসায়ী, সুধীজনসহ স্থানীয় এলাকাবাসী।
উক্ত অনুষ্ঠাননের সঞ্চালনা করেন ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।
Comments