আক্কেলপুর পৌর মেয়র প্রার্থী নির্ধারনে সরকার দলীয় মতামত নির্বাচন অনুষ্ঠিত
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলার আক্কেলপুর পৌরসভার দলীয় মেয়র প্রার্থী নির্ধারনের লক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নিদর্শনায় ৪ ডিসেম্বর শুক্রবার বিকালে ৫ জন মেয়র প্রার্থীকে কেন্দ্র করে পৌর আওয়ামীলীগের নির্বাহী কমিটির মতামত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজ হলরুমে বিকাল ৩ টা থেকে শুরু করে ৫ টা পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মতামত নির্বাচনটি আনুষ্ঠানিক ভাবে পরিচালনা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাংসদ এ্যাডঃ সামছুল আলম (দুদু) ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম সোলাইমান আলী।
জানা গেছে, আক্কেলপুর পৌর আওয়ামীলীগের নির্বাহী কমিটির ১১১ সদস্যের মধ্যে সর্বমোট ১০৫ ভোট প্রদান হয়েছে, ৪ জন ভোটার অনুপস্থিত ও ২ টি ভোট নষ্ট হয়েছে।
এসময়ে মেয়র প্রার্থীর মতামত নির্বাচনে ৫২
ভোট পেয়েছেন শহিদুল আলম চৌধুরী, এনায়েতুর রহমান আকন্দ স্বপন পেয়েছেন ২৪ ভোট, আব্দুর রহিম স্বাধীন পেয়েছে ২৩ ভোট, আনোয়ারুল ইসলাম বাবলু পেয়েছে ৪ ভোট।
Comments