আক্কেলপুরে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় কর্তৃক আয়োজিত কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি শির্ষক শ্লোগানে ০৯ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উপলক্ষে যথাযথ মর্যাদায় আক্কেলপুর উপজেলা চত্বরে মানববন্ধন, র্যালি, আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ, শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস,এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মানববন্ধনে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ।
দিবসটির আনুষ্ঠানিকতার সময় উপজেলা একাডেমি সুপার ভাইযার মীর মোহম্মদ আলীর সঞ্চালনায় রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরুষ্কার বিতরন ও নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হাসান, উপজেলা পঃ পঃ কর্মকর্তা শশী শবনম চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর আব্দুস ছামাদ , আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিরেন চন্দ্র দাস, সিনিয়র সহ-সভাপতি মীর আতিকুজ্জামান।
Comments