নাটোরের বড়াইগ্রামে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন


বড়াইগ্রামে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন
মোঃ আব্দুস সালাম ,নাটোর
নাটোর বড়াইগ্রামের লক্ষীকুল বাজারে পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বড়াইগ্রাম পৌরসভা চত্তরে, গত শনিবার নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. মোমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌর মেয়র মো. আব্দুল বারেক, জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, লক্ষীকুল সাব-জোনাল অফিসের ইনচার্জ (এজিএম) শাহিনুল ইসলাম মৃধা, প্রকৌশলী আবুল কালাম আযাদ, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম ও বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন। সভার প্রারম্ভে ফিতা কেটে অফিসটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি সহ বিশেষ অতিথিবৃন্দ।


Comments