Sponsored ads go below

Tuesday, December 15, 2020

জয়পুরহাটে ঘন কুয়াশায় জনজীবনে নানা দূর্ভোগ

জয়পুরহাটে ঘন কুয়াশায় জনজীবনে নানা দূর্ভোগ

আবু রায়হান, জয়পুরহাটঃ
উত্তর বঙ্গের জয়পুরহাট জেলায় ঘন কুয়াশায়    ১৩ থেকে ১৪ ডিগ্রী সেলিসিয়াস তাপমাত্রা হওয়ায় জনজীবনে নানা দূর্ভোগ সৃষ্টি হয়েছে। 

এ জেলায় শীত এখনো তেমন জেঁকে না বসলেও এ মাসের প্রথম সপ্তাহে সন্ধ্যার পর থেকে পর দিন অনেক বেলা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকায় জনজীবনে বাড়ছে নানা দূর্ভোগ।  

শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে সূর্যের আলো দেখা যায়নি ঘন কুয়াশায় এবং রাতের অবস্থা আরো শোচনীয়। আবার কখনো কখনো এক ঝলক সূর্যের দেখা মিললেও তাও ঢেকে যায় কুয়াশার চাদরে। ফলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যয়ের মূখে পরলেও এখনো সূরক্ষিত রয়েছে জেলা স্বাস্থ্য ও কৃষি বিভাগ। 

তবে এই অবস্থা চলতে থাকলে জনজীবন ব্যাহত হওয়া ছাড়াও আলু ও সরিষাসহ শীত কালীন সাক-সবজির ক্ষেতে ছত্রাকসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগ-বালাইয়ের আক্রমন হতে পারে এবং সর্দ্দি, জ্বর, কাশি ছাড়াও করোনা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে কৃষি ও স্বাস্থ্য বিভাগ।


No comments: