বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জয়পুরহাট চেম্বার অব কমার্সের মানববন্ধন
আবু রায়হান, জয়পুরহাটঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে এফবিসিসিআই এর সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি'র আয়োজনে ১২ ডিসেম্বর শনিবার শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্ত্বরে ঘন্টাব্যাপি এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি'র সিনিয়র সহ - সভাপতি আহসান কবির এপ্লব, সহ-সভাপতি মাহবুবুর আলম, সাবেক সভাপতি আঃ হাকিম মন্ডল, বেলায়েত হোসেন লেবু, পরিচালক হাসানুজ্জামান মিঠু, আজম আলী মন্ডলসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী ও নানা শ্রেণী পেশার মানুষ।
Comments