জয়পুরহাটে তছিরন পোল্ট্রি এন্ড হ্যাচারী ফার্মে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি

জয়পুরহাটে তছিরন পোল্ট্রি এন্ড হ্যাচারী ফার্মে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌর সদরের গোপালপুরে তছিরন পোল্ট্রি এন্ড হ্যাচারী ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

উক্ত পোল্ট্রি এন্ড হ্যাচারী ফার্মের ম্যানেজার শহিদুল ইসলাম দুলু জানান, গত ১৪ ডিসেম্বর সোমবার রাত ৯টার দিকে হ্যাচারীতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগলে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করলে ছাউনির টিন রক্ষা করতে পারলেও হ্যাচারীর সব কিছু পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে।  এতে প্রায় এক হাজার মুরগীর বাচ্চা, ২৫০ বস্তা ফিড, ৩০০ বস্তা ধানের তুষ, পঞ্চাশ হাজার টাকার ঔষধ, ৫০০ পিস খাদ্য ও পানির পাত্র ও ছাউনির টিন সহ অন্যান্য সামগ্রী মিলে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

উপরোক্ত বিষয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশন মাষ্টার অপু কুমার মন্ডল জানান, প্রায় ২ ঘন্টাব্যাপী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং তদন্ত ক্ষয়-ক্ষতির পরিমান সঠিক তদন্ত সাপেক্ষে
জানা যাবে। 


Comments