জয়পুরহাটে শত বছরের ঐতিহাসিক পরিত্যক্ত মসজিদে নতুন করে আজান ও নামায অনুষ্ঠিত
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠান পাড়া এলাকার নিকটবর্তী হাজার বছরের ঐতিহাসিক পরিত্যক্ত মসজিদটিতে গত ১লা ডিসেম্বর মঙ্গলবার হিলি মাদরাসার মুহতামিম মাওলানা শামছুল হুদা খানের ইমামতিতে জোহর নামাযের মাধ্যমে নতুন করে মসজিদটিতে আজান ও নামায চালু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ মসজিদটি প্রায় ৭০০ বছর ধরে পরিত্যক্ত ছিল এবং মসজিদটির আশে পাশে এক সময় সনাতন ধর্মাবলম্বীদের বসতি গড়ে উঠলে মসজিদটিও তাদের মালিকানায় চলে আসলেও পরবর্তীতে আবারও মসজিদটি মুসলিম মালিকানায় এসে প্রায় ৫০ বছর মসজিদটিতে আজান ও নামায হয়নি।
আল্লাহু আকবার ধ্বনীতে হাজার বছরের ঐতিহাসিক এ মসজিদটি অত্র এলাকার স্থানীয় আলেম একলিমুর রেজা ও দায়ী মুফতি যোবায়েরের উদ্যোগে চালু হওয়ায় এলাকা বাসীরা অনেক খুশী।
Comments