Sponsored ads go below

Wednesday, December 23, 2020

আক্কেলপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

আক্কেলপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

আবু রায়হান, জয়পুরহাটঃ

জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও আক্কেলপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহোযোগিতায় আক্কলেপুর মুজিবর রহমান সরকারি কলেজ মাঠে মাদক বিরোধী বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২১ মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

এ সময়ে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ।

মাসব্যাপী এই ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি এবিএম এনায়েতুর রহমান আকন্দ স্বপন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোকছেদ আলী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আক্কেলপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাকির হোসেন জানান, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী আক্কেলপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, বিভিন্ন ক্লাব ও একাডেমির বাছাইকৃত ৩০ জন শিক্ষার্থী অনুর্ধ ১৫ দের প্রশিক্ষণ প্রদাণ করা হবে।

ফুটবল প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মনোনিত রেফারি জাকির হোসেন ও মামুনুর রশিদ।

সামাজিক দূর্রত্ব বজায় রেখে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments: