Sponsored ads go below

Wednesday, December 23, 2020

জয়পুরহাটের কালাইয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন

জয়পুরহাটের কালাইয়ে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের কালাইয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট ২ আসনের সাংসদ এবং জাতীয় সংসদের মাননীয় হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন।

নির্বাচিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উর্ধ্বমুখী সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় জয়পুরহাটের কালাই উপজেলার ইন্দাহার বালিকা উচ্চ বিদ্যালয়, জামুড়া-বাসুড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও হারুঞ্জা নমিজন আফতাবী উচ্চ বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারণ। বানদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাসুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন এবং হারুঞ্জা হাট দ্বিতল মার্কেট ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন জয়পুরহাট-২ (কালাই,ক্ষেতলাল,আক্কেলপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম রকেট, সাধারন সম্পাদক মো. জাকির হোসেন, কালাই উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন পারভেজ, কালাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, পৌর মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তফিকুল ইসলাম তৌহিদ সহ উপজেলার সকল নেতা-কর্মী।

No comments: