কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে ব্যতিক্রমী শোক পালন



কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে ব্যতিক্রমী শোক পালন
মোঃ আব্দুস সালাম , নাটোর জেলা , ০১/১২/২০২০খ্রিঃ
নাটোরের বাগাতিপাড়ায় কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে ব্যতিক্রমী শোকপালন করেন ম্যারাডোনা ভক্ত রুহুল আামিন। উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খবর পেয়ে এসে মঙ্গলবার বেলা দুইটায় বিহারকোল বাজারে তার মুখে খাবার তুলে দিয়ে তার শোক কর্মসূচীর ইতি টানালেন। ম্যরাডোনার আত্মার শান্তি কামনায় ভিক্ষুকদের মাঝে খাবার বিতরণ এবং স্থানীয় ক্রীড়া প্রেমিদের ভোজনের আয়োজন করেন। এ সময় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। রুহুল আমিন সরকার বাবু বাগাতিপাড়া উপজেলার বিহারকোল বাজারের ভাই বন্ধু মুদি দোকানের স্বত্তাধিকারী। তিনি দুই সন্তানের জনক।
স্থানীয় ফজলে রাব্বি বলেন, ম্যারাডোনার প্রতি এমন নজির বিহিন ভালবাসার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বাবুকে আর্জেন্টিনায় নিয়ে ম্যারাডোনা সমাধিতে শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিতে এবং আগামীতে আর্জেন্টিনার অন্তত একটি ফুটবল ম্যাচ সরাসরি মাঠে বসে দেখার ব্যবস্থা করতে আর্জেন্টিনার সরকার ও রাষ্ট্রদুতের প্রতি অনুরোধ জানান।
১৯৮৬ সালে ফুটবল বিশ্বকাপ খেলা দেখে রুহুল আমিন সরকার বাবু ম্যারাডোনার ভক্ত হয়ে পড়েন। গত বুধবার তার প্রিয় ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে ভাত, মাছ ও মাংস খাওয়া বন্ধ রেখে সেদিন থেকে ৭ দিনের শোক পালন করেন। এ সময়ে তিনি কালো ব্যাজ ধারন, তার মুদির দোকানে শোক পালনের ব্যানার, কালো পতাকা এবং আর্জেন্টিনার পাতাকা উত্তোলন করেন। একই সাথে সবার ওপরে বাংলাদেশের জাতীয় পাতাকাও উত্তোলন করে রাখেন। এ ছাড়াও প্রত্যেক বিশ্বকাপের সময় দোকান থেকে তার বাড়ি পর্যন্ত এক কিলোমিটার আর্জেন্টিনার পতাকা টাঙ্গানো, প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখার ব্যবস্থা করা ছাড়াও আর্জেন্টিনার ম্যাচের দিনে তিনি দর্শকদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করতেন।

Comments