Sponsored ads go below

Wednesday, November 18, 2020

নাটোরের বড়াইগ্রামে ঐতিহ্যবাহী পলোদিয়ে মাছ শিকার


মো: আব্দুস সালাম, নাটোর জেলা ,১৮.১১.২০২০খ্রিঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে ইটিকরার বিলে ঐতিহ্যবাহী পলো দিয়ে মাছ শিকার করতে দেখা গেছে। বুধবার সকালে অত্র এলাকার বিভিন্ন গ্রাম থেকে আসা শতাধিক বিভিন্ন বয়সি লোকজন এ মাছ শিকারে অংশ গ্রহণ করনে। কেউ মাছ মেরে আবার কেউ মাছ মারা দেখে আনন্দে মুখরিত হয়ে উঠে এলাকা।
দীর্ঘ দিন পর এ বছর বর্ষা বেশি হওয়ায় বন্যা সৃষ্টি হলে পুকুর ভাসা মাছ এসে জলাবদ্ধ স্থানে আশ্রয় করে নেয়। মাছের সাড়া শব্দ পেয়ে বেশ কয়েক দিন ধরে এলাকাবাসি বলা কওয়া করে পলো দিয়ে মাছ ধরার আয়োজন করে।
বিভিন্ন এলাকা থেকে মাছ শিকারিরা এসেএক যোগে মাছ শিকার করেন। এতে অনেকে ২ থেকে ৪ কেজি ওজনের রুই,কাতল,শইল শিকার করতে দেখা যায়। একাধিক মাছ শিকারি বলেন-পলো দিয়ে মাছ শিকার বিলুপ্তির পথে। বহুদিন পর একত্রে পলো দিয়ে মাছ শিকার করতে খুবই ভালো লাগছে। দেশের হারানো  ঐতিহ্য  আবার নতুন রুপ নিয়েছে। একজন মাছ শিকারি বললেন মাছও পেয়েছি ভালো। এতে  একদিকে যেমন হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে অন্য দিকে আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। অনেকে আবার মাছ শিকার দেখতেও আনন্দ পেয়েছেন।  

No comments: