জয়পুরহাটে ৫৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে ৫৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ।
জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির (পিপিএম) এর দিক নির্দেশনায় ডিবি পুলিশের ওসি সাহেব আলো মাহমুদ এর নেতৃত্বে এসআই মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানার পৌরসভা এলাকার মুন্সিপাড়া গ্রাম থেকে ৯ নভেম্বর সোমবার সকালে মোঃ তাজেলের ছেলে মাদক ব্যবসায়ী নুরনবী হোসেন(২৮) কে উক্ত ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
পরে উক্ত গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নুরনবী হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Comments