নিখোঁজ শিশুর সন্ধানে ৯৯৯ এ ফোন আক্কেলপুর থানা পুলিশ কর্তৃক উদ্ধার
আবু রায়হান, জয়পুরহাটঃ
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার উথরাইল এলাকার মোঃ নাইমের শিশু পুত্র মোঃ ইসমাইল (৮) নিখোঁজ হলে তার সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে সহযোগিতা চাইলে নিখোঁজ সংবাদের ভিত্তিতে শিশুটিকে জয়পুরহাট জেলার আক্কেলপুর রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করে তার পিতা-মাতার নিকট হস্তান্তর করেছে আক্কেলপুর থানা পুলিশ।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খান বলেন, জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম, মহোদয়ের দিকনির্দেশনায় আমি থানার সকল অফিসারকে অনুসন্ধানের নির্দেশ দিলে এস, আই কুমার রায় ও এ, এস, আই মোঃ মেহেদী ইউসুফ নিখোঁজ শিশুকে আক্কেলপুর রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করে নিরাপদে থানা হেফাজতে নিয়ে তার পরিবারকে সংবাদ দেওয়ার পর থানায় হাজির হলে পিতা মাতার নিকট হস্তান্তর করা হয়।
Comments