Sponsored ads go below

Thursday, November 5, 2020

জয়পুরহাটে অসহায় কিশোরীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

জয়পুরহাটে অসহায় কিশোরীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

আবু রায়হান, জয়পুরহাটঃ
অসহায় এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। 

জয়পুরহাট জেলার সদর থানাধীন দোগাছি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস (৫৩) খঞ্জনপুর এলাকার ১৭ বছর বয়সী এক তরুণীকে বিদেশে পাঠানোর জন্য পাসপোর্ট তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে একটি গোপন স্থানে নিয়ে গিয়ে ঘৃণ্য উপায়ে ধর্ষণ করে সেখানে ওই তরুণতরুণীকে বন্দী করে রাখে। 

পরে ঐদিনই সন্ধ্যায় উক্ত তরুণীর ফুফাতো ভাই র‌্যাব-৫, রাজশাহীর অধীনস্থ্য সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পে একটি অভিযোগ করলে  অভিযোগের ভিত্তিতে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ পিপিএম-সেবা এর নেতৃত্বে তাৎক্ষণিক একটি আভিযানিক দল ৪ নভেম্বর রাতে মাত্র চার ঘন্টারও কম সময়ের মধ্যে অনুসন্ধান ও গোয়েন্দা কার্যক্রম চালিয়ে জেলার সদর থানাধীন খঞ্জনপুর এলাকা থেকে ধর্ষিতা তরুণীকে উদ্ধার করে রাঘপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে উক্ত  ধর্ষক আব্দুল কুদ্দুস (৫৩) চকশ্যাম এলাকা থেকে গ্রেফতার করেছে। 

এ সময় তার কাছ থেকে বিভিন্ন অল্প বয়সী কিশোরীর অশ্লীল ছবি সম্বলিত একটি মোবাইল ফোন ও  দুটি সীমকার্ড জব্দ করা হয়েছে। 

সরেজমিনে অনুসন্ধান করে  জানা গেছে, উক্ত ধর্ষক ইউপি সদস্যের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার কয়েকটি মামলা রয়েছে এবং সে ইতিপূর্বে বেশ ক'জন অসহায় নারীর জীবন ধ্বংস করার অপরাধে স্থানীয়ভাবে একজন কুখ্যাত অপরাধী হিসবে পরিচিত। 

জয়পুরহাট র‌্যাব সূত্রে জানা গেছে, ভূক্তভুগীর পরিবারের পক্ষ থেকে উক্ত ধর্ষকের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। 

উপরোক্ত ঘটনায় জয়পুরহাট শহরের স্থানীয় লোকজনের মধ্যে  চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

No comments: