পাঁচবিবিতে ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনার উদ্বোধন

পাঁচবিবিতে ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনার উদ্বোধন

আবু রায়হান, জয়পুরহাটঃ 
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনার উদ্বোধন করা হয়েছে। 

৪ঠা নভেম্বর বুধবার দিনব্যাপী ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইজিপি) এর আওতাধীন ছয় কোটি টাকা ব্যয়ে আধুনিক মানের বিদ্যালয় ভবন নির্মাণের ভিত্তি স্থাপনার উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট ১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডঃ সামছুলআলম (দুদু)। 

এ সময়ে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, বালিঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, সাবেক কাউন্সিলর ও আওয়ামী নেতা খালেকুল ইসলাম বকুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শ্রী প্রদীব কুমার, প্রধান শিক্ষিকা সেলিনা বানু ও ইউনিয়ন আওয়ামী সভাপতি কহিনুর আক্তার প্রমুখ।



Comments