আক্কেলপুরে ১০ জন লাইন্সেই বিহীন সিএনজি অটোরিকশা চালককে অর্থদন্ড প্রদান

আক্কেলপুরে ১০ জন লাইন্সেই বিহীন সিএনজি অটোরিকশা চালককে অর্থদন্ড প্রদান

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু মিছিল বন্ধ ও লাইন্সেই বিহীন গাড়ি চলবে না প্রতিবাদ্য বিষয়ে  উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ জন লাইন্সেই বিহীন সিএনজি অটোরিকশা চালককে অর্থদন্ড প্রদান করেছে।

৩রা নভেম্বর মঙ্গলবার আক্কেলপুর পৌর সদরের সরকারি মুজিবর রহমান কলেজ গেটের সামনে  অস্থায়ী সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে ১০ জন লাইন্সেই বিহীন সিএনজি অটোরিকশা চালকদের  ৫শত টাকা করে সর্বমোট ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন  উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

এ সময়ে একটি সিএনজি অটোরিকশার চালককে না পাওয়ায় সিএনজি অটোরিকশাটি
জব্দ করে পুলিশ হেফাজতে দেওয়া হয়।

আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান জানান, জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের নির্দেশক্রমে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।


Comments