পাঁচবিবিতে কৃষকের ধানের গাদায় আগুন ও সবজি ক্ষেতের ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা

পাঁচবিবিতে কৃষকের ধানের গাদায় আগুন ও সবজি ক্ষেতের ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা


আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের খাসবাট্রা গ্রামে রবিবার দিবাগত গভীর রাতে কৃষক বেলাল হোসেনের এক বিঘা জমির আমন ধানের গাদায় আগুন লাগিয়ে দিয়ে তার সবজি ক্ষেতের ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা।


উপরোক্ত ঘটনার বিষয়ে ভুক্তভোগী কৃষক বেলাল হোসেন জানান, ভোরবেলা ঘুম থেকে উঠে দেখেন তার এক বিঘা জমির আমন ধানের গাদায় দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়ে ফেলেছে এবং একই সময় লোকমুখে জানতে পারেন, তার আরও এক বিঘা জমির প্রত্যেকটি ডারার কপি, টমেটো গাছ, শাক-সবজি ও কলা গাছ কেটে ফেলা হয়েছে। এসব ফসলের ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকা।


পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, এ ব্যাপারে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments