Sponsored ads go below

Tuesday, November 3, 2020

জয়পুরহাটে মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে বাদীনির পাঁচ বছরের কারাদণ্ড

জয়পুরহাটে মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে বাদীনির পাঁচ বছরের কারাদণ্ড


আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে 
মামলা করার দায়ে বাদীনি লিলিফা বানুকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২২শে জুন জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামের শাহজান আলীর মেয়ে লিলিফা বানু তার নিজ বাড়িতে রাতে একাই এক ঘরে শুয়ে থাকা অবস্থায় একই গ্রামের মোঃ রুহুল আমিন ঘরে  প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে।

পূর্ব শত্রুতার জের ধরে রুহুল আমিনকে হয়রানি ও শাস্তি দেওয়ার অসৎ উদ্দেশ্যে লিলিফা বানু পরদিন জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মিথ্যা মামলা করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি) রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগ তুলে মিথ্যা মামলা করার অপরাধে ২রা নভেম্বর সোমবার জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ রুস্তম আলী
মামলার বাদীনি লিলিফা বানুকে পাঁচ বছরের কারাদণ্ড ও একইসঙ্গে রুহুল আমিনকে মামলা থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন।


No comments: