জয়পুরহাটে বঙ্গবন্ধু ম্যুরাল ও মিনিপার্ক উদ্বোধনসহ ফলক উন্মোচন
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলার সদর উপজেলা পরিষদ চত্ত্বরের প্রবেশ ফটকের সম্মুখে স্থাপিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু ম্যুরাল ও মিনিপার্ক উদ্বোধনসহ ফলক উন্মোচন করা হয়েছে।
জয়পুরহাট সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় এর উদ্যোগে ও বাস্তবায়নে নির্মিত "বঙ্গবন্ধু ম্যুরাল" এর ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট ১ আসনের সাংসদ এ্যাডঃ সামসুল আলম দুদু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম সোলায়মান আলী।
বঙ্গবন্ধু ম্যুরাল ও মিনিপার্ক উদ্বোধনসহ ফলক উন্মোচন শেষে বৈশ্বিক মহামারী পরিস্থিতি থেকে পরিত্রাণের লক্ষ্যে দেশ ও জাতির কল্যাণে এসময়ে বিশেষ মোনাজাত করা হয়।
Unveiling of plaques including inauguration of Bangabandhu Mural and Mini Park at Joypurhat
Abu Raihan, Joypurhat
A plaque has been unveiled in front of the entrance gate of Sadar Upazila Parishad in Joypurhat district on the occasion of the birth centenary of Bangabandhu Sheikh Mujibur Rahman, the best Bengali of the millennium.
Adv. Samsul Alam Dudu, Member of the Standing Committee of the Ministry of Home Affairs and Member of Parliament for Joypurhat 1 constituency, was present as the chief guest at the unveiling of the plaque of "Bangabandhu Mural" organized by Joypurhat Sadar Upazila Nirbahi Officer Milton Chandra Roy.
Joypurhat District Awami League General Secretary and Sadar Upazila Parishad Chairman S. was present as a special guest. M Solomon Ali.
After the unveiling of the plaque including the inauguration of Bangabandhu Mural and Mini Park, special prayers were offered for the welfare of the country and the nation.
Comments