জয়পুরহাটের পাঁচবিবিতে নব-নির্মিত কিচেন মার্কেট ভবনের উদ্বোধন


জয়পুরহাটের পাঁচবিবিতে নব-নির্মিত কিচেন মার্কেট ভবনের উদ্বোধন

আবু রায়হান, জয়পুরহাটঃ   
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা সদরে প্রায় ৩ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে ভাষা সৈনিক কৃষক নেতা মিরশহীদ মন্ডল মিউনিসিপ্যাল কিচেন মার্কেট ভবনের উদ্বোধন করা হয়েছে।

নব-মির্মিত মার্কেট ভবনের উদ্বোধন উপলক্ষে ১৮ নভেম্বর বুধবার বেলা ১২ টায় ভাষা সৈনিক কৃষক নেতা মিরশহীদ মন্ডল পাঁচবিবি মিউনিসিপ্যাল কিচেন মার্কেট চত্বরে পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে 
এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বিএমডিএফ) এর ব্যবস্থাপনা পরিচালক  সৈয়দ হাসিনুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম এম আশিক রেজা, পাঁচবিবি পৌরসভার প্যানেল মেয়র নুর হোসেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিম ও বিপ্লব চৌধুরী।


Comments