জয়পুরহাটের কালাইয়ে বাসের ধাক্কায় অটোভ্যান চালকের মৃত্যু
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলার কালাইয়ে বাসের ধাক্কায় এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।
কালাই পৌরসভার আঁওড়া শিমুলতলী মোড় নামক স্থানে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় আঁওড়া এলাকার মৃত বাসমত উল্লাহর ছেলে অটোভ্যান চালক লবির আকন্দ (৫৫) মারা যায় এবং একই মহল্লার মো. জামাল উদ্দিনের ছেলে কাইছার আলী (৩৫) নামের এক ব্যাক্তি আহত হয়।
প্রত্যক্ষদর্শী ও কালাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২রা নভেম্বর সোমবার কালাই পৌরসভার আঁওড়া মহল্লার কাইছার আলী ধান বিক্রি করার জন্য লবির আকন্দের অটোভ্যান নিয়ে উপজেলার পাঁচশিরা বাজারে যাওয়ার উদ্দেশ্যে আঁওড়া থেকে (জয়পুরহাট-মোকামতলা) মহাসড়কে উঠলে শিমুলতলী মোড় নামক স্থানে জয়পুরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস অটোভ্যানকে ধাক্কা দিলে অটোভ্যানটি দুমরে মুচরে সড়কের পাশে পড়ে গেলে অটোভ্যান চালক ও যাত্রী গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্য অটোভ্যান চালক লবির আকন্দের মৃত্যু হয়।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, নিহতের পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Comments