Sponsored ads go below

Sunday, November 22, 2020

জয়পুরহাটে জনসচেতনতা মূলক কর্মসূচীসহ মাস্ক ও লিফলেট বিতরণ

জয়পুরহাটে জনসচেতনতা মূলক কর্মসূচীসহ মাস্ক ও লিফলেট বিতরণ

আবু রায়হান, জয়পুরহাটঃ
শতভাগ মাস্ক পড়া নিশ্চিত করণ, সামাজিক দুরত্ব বজায় রাখুন, ব্যবসা প্রতিষ্ঠানে মাস্ক পরিধান ছাড়া পণ্য বিক্রয় করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জয়পুরহাটে জনসচেতনতামূলক কর্মসূচী, মাস্ক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

২২ নভেম্বর রবিবার বেলা ১২ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের পাঁচুরমোড় জিরো পয়েন্টে এ কর্মসূচীর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে করোনার দ্বিতীয় ধাপ নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হাক্কানী, জেলা আওয়ামী লীগ নেতা নন্দলাল পার্শী প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখর মজুমদার, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, জেলা-উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তা-কর্মচারী সহ নানা শ্রেণি পেশার মানুষ।

অনুষ্ঠানের প্রথমের দিকে সামাজিক দুরত্ব মেনে কর্মসূচী অনুষ্ঠিত হলেও শেষের দিকে উপচে পড়া মানুষের ভিড়ের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।


No comments: