জয়পুরহাটে কৃষক লীগের র‌্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

জয়পুরহাটে কৃষক লীগের র‌্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

আবু রায়হান, জয়পুরহাটঃ
কৃষক বাঁচাও দেশ বাঁচাও প্রতিপাদ্যকে সামনে রেখে ধান, চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক প্রতিনিদি সম্পৃক্ত করায়  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় জেলা কৃষক লীগের আয়োজনে জয়পুরহাট পোরসভার সামনে থেকে একটি র‌্যালী শহরের প্রধাণ শড়ক প্রদক্ষিন শেষে শহিদ ডাঃ আবুল কাশেম ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন কৃষক লীগের নেতাকর্মীরা।

এ সময়ে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. ফিরোজা চৌধুরী, সাধারন সম্পাদক জালাল সরকার, যুগ্ম সম্পাদক আব্দুস সবুর ও গোলাম আহম্মেদ চৌধুরী বাদশা, দপ্তর সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, তথ্য ও গবেষণা সম্পাদক জহুরা বেগমসহ  কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


Comments