Sponsored ads go below

Tuesday, November 3, 2020

আক্কেলপুর মঞ্চকুড়ি সাংস্কৃতিক সংগঠনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আক্কেলপুর মঞ্চকুড়ি সাংস্কৃতিক সংগঠনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলার আক্কেলপুর মঞ্চকুড়ি সাংস্কৃতিক সংগঠনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালন করা হয়েছে। 

২রা নভেম্বর সোমবার সন্ধ্যায় আক্কেলপুর উপজেলা পরিষদ টাউনহলে উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে মঞ্চকুড়ি সাংস্কৃতিক সংগঠনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ। 

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত নৃত্যশিল্পীদের নৃত্য প্রদর্শন শেষে আক্কেলপুর মঞ্চকুড়ি সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রীত অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের (ঢাকা) নৃত্য পরিচালক মুকুল, আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম চৌধুরী, আক্কেলপুর মঞ্চকুড়ি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ আসাফুদ্দৌলা, সহ সভাপতি গোলাম মোস্তফা (সুইট) ও মাহবুব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আয়শা সিদ্দিকা মৌসুমি প্রমুখ।



No comments: