জয়পুরহাটে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে ধর্ষক যোষেফ কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

জয়পুরহাটে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে ধর্ষক যোষেফ কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের মধুপুর গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে যোষেফ (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

৭ অক্টোবর বুধবার বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক রুস্তম আলী এ রায় দেন। রায় প্রদানকালে আসামি যোষেফ পলাতক ছিলেন। দন্ডপ্রাপ্ত যোষেফ জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মৃত ঠাকুরের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ১৮ জানুয়ারি রাতে সদর উপজেলার মধুপর গ্রামে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে বাড়ির বাহিরে বের হয়। প্রতিবেশী যোষেফ তাকে জাপটে ধরে মুখে মাফলার পেঁচিয়ে পাশের একটি জমিতে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে যোষেফ পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা গৃহবধূকে উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করায়।

এরপর একই মাসের ২৪ জানুয়ারি ওই গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা করলে দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌসুলি স্পেশাল পিপি অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী ঘটনার সততা নিশ্চিত করেছেন।

Comments