Sponsored ads go below

Tuesday, October 6, 2020

জয়পুরহাটে মিথ্যা ধর্ষণ মামলা করায় বাদিনী মুন্নুজান বিবিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত

জয়পুরহাটে মিথ্যা ধর্ষণ মামলা করায় বাদিনী মুন্নুজান বিবিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে মিথ্যা ধর্ষণ মামলা করায় মামলার  বাদিনী মুন্নুজান বিবি নামে এক নারীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালতের রায় সূত্রে জানা গেছে, জয়পুরহাটের  বিষ্ণপুর এলাকার মোঃ রবিউল ইসলামের মেয়ে অষ্টম শ্রেণীর মাদ্রাসা পড়ুয়া ছাত্রী চলতি বছরের গত পহেলা ফেব্রুয়ারি মাদ্রাসায় যাওয়ার সময় তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে অভিযোগে একটি ধর্ষণ মামলা করেন মেয়েটির মা মুন্নুজান  বিবি।

৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে আদালতে আইনজীবীদের পাল্টাপাল্টি যুক্তিতর্ক এবং বাদী ও স্বাক্ষীদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে  উদ্ঘাটন হয় পূর্ব শত্রুতার জেরে এই মামলার আসামিদেরকে জব্দ করতেই এমন মিথ্যা মামলা করেছে মুন্নুজান  বিবি।

ধর্ষণের এমন মিথ্যা মামলা করায় জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ রুস্তম আলী মুন্নুজান বিবিকে ৫ বছরের কারাদণ্ড ও একই সাথে মারুফ হোসেনসহ বাকি ৪ জন যুবকদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।


No comments: