জয়পুরহাটের পল্লীবালা বাজারে অভিযান চালিয়ে তিন আড়ৎদার ও বিভিন্ন দোকানীকে ২ লাখ ৫৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান

জয়পুরহাটের পল্লীবালা বাজারে অভিযান চালিয়ে তিন আড়ৎদার ও বিভিন্ন দোকানীকে ২ লাখ ৫৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান

আবু রায়হান, জয়পুরহাটঃ

জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের পল্লীবালা বাজারে অভিযান চালিয়ে তিন আড়ৎদার ও বিভিন্ন দোকানীকে ২ লাখ ৫৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিধি মোতাবেক লাইসেন্স গ্রহণ ব্যতিরেখে খাদ্যশস্য (ধান) মজুদ রাখার দায়ে তিন আড়তদার কে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী ২ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অপরদিকে দোকানে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাবার রাখা ও ট্রেড লাইসেন্স না থাকার দায়ে বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ১৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এ সময়ে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, র‍্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ বাবলু হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেবেকা সুলতানা।



Three storekeepers and various shopkeepers were fined Tk 259,000 for raiding Pallibala Bazar in Joypurhat.



 Abu Raihan, Joypurhat


 Three warehouse keepers and various shopkeepers have been fined Tk 259,000 for raiding Pallibala Bazar in Chakbarkat Union of Joypurhat Sadar Upazila.


 According to the rules, three storekeepers have been fined Tk 240,000 under the Essential Commodities Control Act 1956 for stockpiling food grains (paddy) without obtaining a license.


 On the other hand, various shops were fined Tk 19,000 under various sections of the Consumer Protection Act 2009 for not having price list, keeping expired food and not having trade license.


 Joypurhat Sadar Upazila Nirbahi Officer Milton Chandra Roy, RAB-5 CPC-3 Joypurhat Camp Company Commander Additional Superintendent of Police M.  M.  Mohaimenur Rashid, District Food Control Officer Mohammad Bablu Hossain, Upazila Food Control Officer Rebecca Sultana.


Comments