Sponsored ads go below

Saturday, October 10, 2020

জয়পুরহাটের কালাই পৌরসভা উপনির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী বেলাল তালুকদার মেয়র পদে নির্বাচিত

জয়পুরহাটের কালাই পৌরসভা উপনির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী বেলাল তালুকদার মেয়র পদে নির্বাচিত

আবু রায়হান, জয়পুরহাটঃ

জয়পুরহাটের কালাই পৌরসভা উপনির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল নৌকা মার্কা নিয়ে মেয়র পদে ৭ হাজার ৫শ ৬১ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রার্থী জেলা বিএনপি'র সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মো.আনিছুর রহমান তালুকদার ধানের শীষ মার্কা পেয়েছেন ৬ শত ৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ মামুনুর রশিদ নারিকেল গাছ মার্কা ৯৬ ভোট পেয়েছেন।

জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম কালাই উপজেলা পরিষদ হল রুম থেকে নির্বাচনী ফলাফল ঘোষণা করে বলেন, কালাই পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এই পৌরসভায় মোট ১৩ হাজার ৫শ ২১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮ হাজার ২শ ৬৩ জন।

১০ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে একটানা বিকাল ৫টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ইভিএমে মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

No comments: