জয়পুরহাটে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক সড়ক দূর্ঘটনায় নিহত
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলার আক্কেলপুর পৌরসভাধীন হাস্তাবসন্তপুর শাহমাখদুম (রাঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক নুর জাহান (৪৫) শিক্ষক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।
ঘটনা ও নিহতের পারিবার সূত্রে জানা গেছে, ২৪ অক্টোবর শনিবার দুপুরে জয়পুরহাট থেকে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেল যোগে আক্কেলপুর যাওয়ার সময় জয়পুরহাট - আক্কেলপুর প্রধান সড়কের শুক্তাহার নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে প্রধাণ শিক্ষক নুর জাহান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আক্কেলপুর পৌরসভার ২নং প্যানেল মেয়র আব্দুর রাহিম বাঁধন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহত প্রধাণ শিক্ষক নুর জাহান পৌর সদরের হাজি পাড়া এলাকার ফারুখ আহাম্মেদের স্ত্রী বলে নিশ্চিত করেছেন।
Comments