জয়পুরহাটে ২২ জন মাদকসেবী ও ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব
আবু রায়হান, জয়পুরহাটঃ
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে জয়পুরহাট সদর থানাধীন খঞ্জনপুর মহাশ্মশানঘাট এবং সবুজনগর মন্ডলপাড়া এলাকা হইতে ১৫ গ্রাম গাঁজা ৩ টি কলকি, এক সেট তাস, তিন হাজার দুইশত সাতাত্তর টাকা জুয়া খেলার নগদ অর্থ ও ১.৫ লিটার দেশীয় মদসহ মোট ২৯ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে।
পরবর্তীতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের পক্ষ থেকে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও প্রকাশ্যে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
।
Comments