জয়পুরহাটে নাশকতার পরিকল্পনা ও সরকার বিরোধী বৈঠক চলাকালে আমদই ইউনিয়ন জামায়াতের আমীরসহ আটক ৪
BnewsO
জয়পুরহাটে নাশকতার পরিকল্পনা ও সরকার বিরোধী বৈঠক চলাকালে আমদই ইউনিয়ন জামায়াতের আমীরসহ ৪ জনকে আটক করা হয়েছে।
গত ৮ অক্টোবর রাত ০৯:৩০ ঘটিকায় নাশকতার পরিকল্পনা ও সরকার বিরোধী বৈঠক চলাকালে জেলা এনএসআই জয়পুরহাটের তথ্যের ভিত্তিতে জেলা ডিবি ও সদর থানা পুলিশের সহযোগিতায় জয়পুরহাট জেলার সদর উপজেলাধীন আমদই ইউনিয়নের জামায়াতের আমীর সুলতান হোসেন ও আরও ৩ সদস্যকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই, কয়েকটি মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহরিয়ার খান জানান, ইতিপূর্বে আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় নাশকতা, অগ্নিসংযোগ, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
দীর্ঘ সময়ের পর্যবেক্ষন ও পরিকল্পনার ফলে-ই নিষিদ্ধ এই সংঘটনের সদস্যদের ধরা সম্ভব হয়েছে।
আবু রায়হান জয়পুরহাট, রিপোর্টিং, জাহিদুল ইসলাম, সম্পাদকীয়।
Comments