ইটালি খামারের কাজে বাংলাদেশী নিতে সম্মত হয়েছেঃবললেন পররাষ্ট্র মন্ত্রী।

ইটালি খামারের কাজে বাংলাদেশী নিতে সম্মত হয়েছেঃবললেন পররাষ্ট্র মন্ত্রী।

জাহিদুল ইসলাম


ফটো: অনলাইন

কাজের মেয়াদ শেষ না হতেই বাড়ি ফিড়ে আসা ও পুনরায় ফেরত না যাওয়ার অভিযোগে বাংলাদেশি শ্রমিকদের নিষিদ্ধ করেছিল ইটালি। নিয়ম লঙ্ঘন ও অসুদাপয়ের জন্য ইটালি সরকার এই ব্যবস্থা নিয়েছিলেন বললেন পররাষ্ট্র মন্ত্রী এ.কে আব্দুল মোমেন।


তিনি বললেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ইটালি সফর কালে খামারের কাজের জন্য বাংলাদেশি শ্রমিক নিতে অনুরোধ করেছিলেন।

তাঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে ইটালি সরকার এই ব্যবস্থা করেছে।


Comments