জয়পুরহাটে প্যারালাইসিস রোগাক্রান্ত কর্মহীণ ওসমান পেল ইজিবাইক উপহার

জয়পুরহাটে প্যারালাইসিস রোগাক্রান্ত কর্মহীণ ওসমান পেল ইজিবাইক উপহার


আবু রায়হান, জয়পুরহাটঃ

প্যারালাইসিস রোগাক্রান্ত হয়ে কর্মহীণ আতাউল গণি (ওসমান) নামের এক আওয়ামী নেতাকে

১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি ইজিবাইক উপহার দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের

সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু ও আয়মারসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুল আলম বেনু।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আতাউল গণি (ওসমান) দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

হঠাৎ করে তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে কর্মহীণ হয়ে পরার কারনে পারাবারিক ও অর্থনৈতিক সংকট নেমে আসে তার ব্যাক্তি জীবনে।

নিজে কর্মহীণ হয়ে পরার কারনে ছেলে মেয়েতে হত তাকে। একে তো চিকিৎসা অন্যদিকে সংসারের হাল ধরা।

পারিবারিক ও শারীরিকভাবে এমন অসুস্থ থেকেও আওয়ামীলীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে দেখা মেলে তার।

দলের প্রতি এমন ভালোবাসা ও তার পারিবারিক অবস্থানের কথা চিন্তা করে তাকে ইজিবাইকটি উপহার হিসেবে দেওয়া হয়েছে।

Comments