
বনপাড়া পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন
মোঃ আব্দুস সালাম , নাটোর
নাটোরে বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের কালিকাপুর বেড়পাড়ায় এই প্রকল্পের উদ্বোধন করেন সাবেক সফল প্রতিমন্ত্রী, নাটোর-০৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে এগার কোটি ৩ লাখ ৫২ হাজার ৯৭৮ টাকা বরাদ্দ রয়েছে বলে জানা যায়।
এ উপলক্ষ্যে বনপাড়া ডিগ্রি কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে ও সচিব আব্দুল হাইয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মীর আবদুস সাহিদ, রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শামীম আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা,উপজেলা আ'লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, যুগ্মসম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি।
No comments:
Post a Comment